এক নজরে উপজেলা প্রাণিসম্পদ অফিস, আক্কেলপুর, জয়পুরহাট
এই দপ্তরটি আক্কেলপুর বগুড়া রোডে তুলশী গঙ্গা নদীর তীরে চর্তুদিক বাউন্ডারী বেষ্টিত মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত।
এটি একটি দুই তলা বিশিষ্ট অফিস ভবন। ইহা উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় হিসেবে পরিচিত। এই ভবনের প্রথম ঢুকতেই কম্পাউন্ডারের কক্ষ, তার পূর্বে ভেটেরিনারি সার্জন সাহেবের কক্ষ,তার পূর্বে উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কক্ষ, তার পূর্বে টয়লেট, তার দক্ষিণে স্টোর রুম এবং ২য় তলায় ভেটেরিনারি সার্জন ও কম্পাউন্ডারের বাস ভবন।