দুধ 250 এম. এল/প্রতিদিন/প্রতিজন, ডিম 104 টি/প্রতি বছর/প্রতিজন এবং মাংস 120 গ্রাম/প্রতিদিন/প্রতিজন (বাৎসরিক) হিসাবে অত্র উপজেলার প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন যা দেশের অন্যান্য জেলায় সরবরাহ হয়ে থাকে।
জয়পুরহাট জেলার ব্রান্ডিং ও ভৌগলিক নির্দেশক পন্য হিসেবে’’সোনালী মুরগি’’ স্থান লাভ।